রাঁচি, ৩০ জানুয়ারি (হি.স.) : মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৪ ফেব্রুয়ারি ধানবাদে থাকবেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৪ ফেব্রুয়ারি ধানবাদের গল্ফ গ্রাউন্ডে তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে। প্রতি বছর হেমন্ত সোরেন প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবারও তিনি অনুষ্ঠানে যোগ দেবেন।
একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ন্যায় যাত্রাও ৪ ফেব্রুয়ারি ধানবাদে পৌঁছবে। কংগ্রেসের জেলা সভাপতি সন্তোষ সিং জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি রাহুল গান্ধি ঝাড়খণ্ডের পাকুড় থেকে দুমকা, দেওঘর, জামতারা, সাহেবগঞ্জ হয়ে ধানবাদ পৌঁছবেন। ৪ ফেব্রুয়ারি ধানবাদে রাহুল গান্ধীর জনসভাও রয়েছে।