নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : প্রাক্তন রেলওয়ে বোর্ডের প্রধান অনিল কুমার লাহোটিকে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (টিআরএআই) এর চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান পিডি ভাঘেলার মেয়াদ প্রায় চার মাস আগে শেষ হওয়ার পরে টিআরএআই-এর শীর্ষ পদটি খালি পড়েছিল।
মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি অনিল কুমার লাহোটিকে চেয়ারম্যান হিসেবে অনুমোদন করেছে । ট্রাই-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এই পদে অধিষ্ঠিত থাকতে পারবেন। এছাড়াও তাঁর বয়স ৬৫ বছর না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তাঁকে এই পদে দায়িত্ব সামলাতে হবে ।
2024-01-30

