ব্যারাকপুর, ৩০ জানুয়ারি (হি.স.) : বাংলাকে দুর্নীতি ও হিংসমুক্ত করার ডাক দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার ৩০ জানুয়ারি গান্ধীজির তিরোধান দিবসে ব্যারাকপুর গান্ধীঘাটে মোহনদাস করমচাঁদ গান্ধীর মূর্তিতে মাল্যদান করে তিনি একথা জানান। অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়।
পরে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ শাহজাহান প্রসঙ্গে বলেন, ”অপরাধী ধরা পড়বে ধৈর্য ধরুন আইন আইনের মত চলবে।” সেই সঙ্গে তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, ”বাংলাকে দুর্নীতি ও হিংসার হাত থেকে বাঁচাতে এক হয়ে লড়াই করতে হবে এবং সব কো সম্মতি দে ভগবান ”গান্ধীজির এই বাণী স্মরণ করতে হবে।”

