আগরতলা, ৩০ জানুয়ারি : ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কাল থেকে মহিলারা প্রকৃত স্বাধীনতা পেয়েছেন। আজ উত্তর জেলা কার্যালয়ে শক্তি বন্দনা উৎসবে কথা বলেন বিজেপির প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, উত্তর জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শক্তি বন্ধনায় বিভিন্ন স্ব সহায়ক গোষ্ঠীর মহিলারা দলে দলে যোগদান করে।
এদিন পাপিয়া দত্ত বলেন, সারা বিশ্বে ভারতের নারীরা তারার মত জ্বলজ্বল করছে। প্রতিটি ক্ষেত্রে নারীরা প্রধানমন্ত্রীর মদতে এগিয়ে চলেছে। এখন ভারতবর্ষে এক কোটির উপর স্বসহায়ক গোষ্ঠী রয়েছে।
তাঁর দাবি, ত্রিপুরা রাজ্যে ৫৬ হাজারের উপর স্বসহায়ক গোষ্ঠী, এতে ৫ লক্ষ ৭০ হাজার মহিলা তাদের নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।