আগরতলা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি 

আগরতলা, ৩০ জানুয়ারি: ঐতিহ্যবাহী আগরতলা প্রেস ক্লাবের ৪০বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১.৩০টায় আগরতলা প্রেস ক্লাব থেকে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় এদিন। শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শোভাযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হয়। 

শোভাযাত্রায় আগরতলা প্রেস ক্লাবের প্রবীণ নবীনসহ সকল সদস্য, সদস্যা এবং তাদের পরিবারের সদস্যরা শামিল হন। শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সদস্যদের  ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। 

শোভাযাত্রা শেষে আগরতলা প্রেসক্লাবে মধ্যাহ্ন ভোজে শামিল হন সকলে। গুটি গুটি পায়ে ৪০ বছর পার করে ৪১ বছরে পদার্পণ করলো ঐতিহ্যবাহী আগরতলা প্রেসক্লাব।  

শোভাযাত্রায় শুধু সাংবাদিকরাই নয়, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজন, শিল্পী, বুদ্ধিজীবী,লেখক, সাহিত্যিক, ক্রীড়াবিদ সহ আরও অনেকে অংশ নিয়েছেন। প্রেসক্লাবের ৪০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ষ ব্যাপী নানা কর্মসূচিরও এদিন সূচনা করা হয়েছে। আগামী এক বছর ধরে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে চলবে নানা খেলাধূলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড।