গোরক্ষপুর সফরে যোগী আদিত্যনাথ, গোমাতার সেবা ও রুদ্রাভিষেক মুখ্যমন্ত্রীর

গোরক্ষপুর, ২৯ জানুয়ারি (হি.স.): গোরক্ষপুরে গোমাতার সেবা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পাশাপাশি গোরক্ষনাথ মন্দিরে রুদ্রাভিষেক ও যজ্ঞ করেন তিনি। সোমবার যোগী আদিত্যনাথ গোরক্ষপুরের একটি গোশালায় গিয়ে গোমাতার সেবা করেন। গোমাতাদের মুখ্যমন্ত্রী নিজের হাতে খাবার খাওয়ান, এছাড়াও তিনি গোশালার পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুর সফরে রয়েছেন। এই সফরে থাকাকালীন তিনি সোমবার সকালে গোরক্ষনাথ মন্দির পরিদর্শন করেন। মন্দিরের সমস্ত ব্যবস্থা ও পরিচ্ছন্নতা সম্পর্কে তিনি মন্দির কর্তৃপক্ষের কাছে জানতে চান। তিনি গোরক্ষনাথ মন্দিরে পৌঁছে রুদ্রাভিষেক ও যজ্ঞ করেন।