কেপ টাউন, ২৯ জানুয়ারি (হি.স.): অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে সুপার সিক্সের সূচি প্রকাশ করেছে আইসিসি। যার ফলে জানা গেল সুপার সিক্সে ভারতের প্রতিপক্ষ কারা। ১৬ দল নিয়ে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে ১২টি দল। চারটি গ্রুপের সেরা তিনটি করে দল উঠেছে শেষ ১২-তে। সুপার সিক্সে উঠে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই দলগুলো।
‘এ’ এবং ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো হচ্ছে- ভারত, বাংলাদেশ,আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল। ‘বি’ এবং ‘সি’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। সুপার সিক্স পর্বে দলগুলো নিজের গ্রুপ বাদে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলবে। আগামী ৬ এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। ১১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।

