বরফের দেখা পেয়ে উৎফুল্ল ভূস্বর্গ, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বৃষ্টি ও তুষারপাত

শ্রীনগর, ২৯ জানুয়ারি (হি.স.): দীর্ঘ দিন শুষ্ক আবহাওয়ার পর প্রকৃতি মুখ তুলে তাঁকিয়েছে। অবশেষে বৃষ্টি ও তুষারপাতের সাক্ষী হয়েছে ভূস্বর্গ, বরফের চাদরে ঢাকা পড়েছে গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। বরফের দেখা পেয়ে উৎফুল্ল ভূস্বর্গের বাসিন্দারা, তুষারপাত হতেই পর্যটকরাও উপত্যকার দিকে রওনা হচ্ছেন। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এমনই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বিভিন্ন স্থানে হবে বৃষ্টি ও তুষারপাত।

কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন কাশ্মীর উপত্যকার নানা স্থানে বৃষ্টি ও তুষারপাত হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কাশ্মীরের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত একই আবহাওয়ার ধারাবাহিকতা প্রত্যাশিত রয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই যাত্রীদের সতর্ক করা হয়েছে। আবার আকাশ মেঘলা থাকার কারণে শ্রীনগর, গুলমার্গ, পহেলগামে বৃদ্ধি পাচ্ছে রাতের তাপমাত্রা।