আহমেদাবাদের প্রাক্তন মেয়র মুকুল শাহের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

আহমেদাবাদ, ২৯ জানুয়ারি (হি.স.) : আহমেদাবাদের প্রাক্তন মেয়র মুকুল শাহের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুকুল শাহের মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭৪ বছর। আহমেদাবাদের প্রাক্তন মেয়র এবং প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাঃ মুকুল শাহ, রবিবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সোমবার এক বিজেপি নেতা এই তথ্য জানিয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ মুকুল শাহের মৃত্যু হয়।

আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) বিজেপি নেতা গৌরাঙ্গ প্রজাপতি জানিয়েছেন, শনিবার একটি হাসপাতালে তিনি হার্টের এনজিওগ্রাফি করেছিলেন। তারপরের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে তিনি মুকুল শাহের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি পোস্টে লিখেছেন, “মুকুল শাহের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মেয়র হিসেবে আহমেদাবাদের উন্নয়নে এবং মানসম্মত শিক্ষায় তাঁর কাজের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”