কোচবিহার, ২৯ জানুয়ারি, (হি.স.): ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিরোধী দল। এবার আর বিজেপিকে চোর বলেই থেমে থাকলেন না, বড় প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা।’
একদিকে প্রশ্নের মুখে বিরোধী জোট আইএনডিআইএ। মূলত লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আইএনডিআইএ শিবিরে জোর ধাক্কা। আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে যেমন জানিয়েছেন, তেমনই জানিয়েছন, নির্বাচনের পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। মমতার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উত্তাল জাতীয় রাজনীতি।
এদিন মমতা বলেন,’ বিজেপি করলে চোর ধরে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা।’ মূলত লোকসভা ভোটের বছরে ক্রমশ রাজনৈতিক দলগুলি একে অপরকে চোর বলে তোপ দাগার পরিমাণকে আরও বাড়িয়ে দিয়েছে। তার উপর একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়ে তৃণমূলের ওজনদার নেতা-মন্ত্রীরা শ্রীঘরে।
বলাইবাহুল্য এই যুক্তিকেই ঢাল বানিয়ে বিজেপির প্রায় অধিকাংশ সভাতেই শুভেন্দু অধিকারীদের মুখে তৃণমূলের ‘সব নেতা চোর’ বলে সম্বোধন করতে শোনা যাচ্ছে। সভার শেষে রীতিমত চিৎকারে ভাসছে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান। কিন্তু কথা হচ্ছে লোকসভা ভোটের দোরগড়ায় দাঁড়িয়ে একে অপরকে দোষারোপ করা ছাড়া কোনও অব্যর্থ পদক্ষেপ কি নিতে দেখা যাবে এ রাজ্যে ? উত্তরটা সময়ই বলবে।

