অটিজম নিয়ে পিএইচডি, ডক্টর শিপ্রা সেনকে সংবর্ধনা

আগরতলা, ২৯জানুয়ারি : অটিজম নিয়ে গবষেণায় পিএইচডি ডিগ্রি অর্জনে ব্যতিক্রমি সাফল্য কুড়িয়েছেন ত্রিপুরার ডক্টর শিপ্রা সেন। তাঁর এই সাফল্যে স্বর্ণজিত ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে তাঁকে আজ আগরতলা প্রেস ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ সংস্থার অন্যান্যরা। এদিন মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সমাজ কল্যাণ দপ্তর আমার দায়িত্বে রয়েছে এবং এই দফতরের অধীনে অসংখ্য বিভাগ রয়েছে। তার মধ্যে অটিজমে আক্রান্ত অনেক ছেলেমেয়ে রয়েছে রাজ্যে। কিন্তু সেভাবে রাজ্যে সঠিক পরিষেবা গড়ে উঠেনি। তবে, কিছু কিছু ক্ষেত্রে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী টিঙ্কু রায়ের কথায়, একজন মহিলা হিসাবে অটিজম নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন সত্যিই গর্বের বিষয়।