কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): ২৪ দিন ধরে ফেরারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। ইডি তাঁর বিরুদ্ধে অকাট্য নানা প্রমাণ আনা সত্বেও অভিযোগ উঠছে, তাঁকে পরোক্ষে সমর্থন করছে রাজ্যের শাসক দল। এই অবস্থায় সন্দেশখালিতে তাঁর বাড়িতে ইডির অভিযান এবং তৃণমূল নেতার ‘পালিয়ে যাওয়া’ নিয়ে মুখ খুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল সাংসদ অভিষেকও জানিয়ে দেন বিচারাধীন বিষয় নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করবেন না। তবে মন্ত্রী ফিরহাদ হাকিমের মতো অভিষেকও জানালেন, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে যা হয়েছে, তা ঠিক হয়নি। কিন্তু প্রত্যক্ষভাবে তাঁরা শাহজাহানের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথাও বলেন নি।
সোমবার শাহজাহান প্রসঙ্গ উঠতেই অভিষেক বলেন, ‘‘যা হয়েছে, তা অনভিপ্রেত।’’ তাঁর কথায়, ‘‘আমি যে টুকু সংবাদমাধ্যমে দেখেছি, তা দুর্ভাগ্যজনক।’’ যদিও তিনি ওই ঘটনার ‘মূল্যায়ন’ করার মতো কেউ নন বলে জানিয়ে অভিষেকের সংযোজন, ‘‘আমাদের সরকারের তরফে মুখ্যমন্ত্রী বলেছেন যে, আপনি (ইডি) যদি লোকাল পুলিশের সহযোগিতা না চান, তাহলে একটা বিরোধের তৈরির জায়গা তৈরি হতে পারে। তখন কিন্তু আপনি পুলিশকে দায়ী করতে পারেন না এই বলে যে, পুলিশ জানে।’’
পাশাপাশি ইডির অভিযানের ‘গোপনীয়তা’ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। তিনি বলেন, ‘‘ইডির পিছন পিছন সংবাদমাধ্যম ক্যামেরা নিয়ে সন্দেশখালি পৌঁছে যাচ্ছে… আমি কোনও ঘটনা সমর্থন করছি না। যা ঘটেছে, সেটা দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত। না-হলেই ভাল হত।’’ এর পরই ‘কিন্তু’ বলেন তৃণমূলের সেনাপতি।
তাঁর কথায়, ‘‘সন্দেশখালি কলকাতা থেকে ৩ ঘণ্টার রাস্তা। সেখানে আপনি ৮টার সময় পৌঁছোচ্ছেন। এমন নয় যে বেলা ১১টার সময় সংবাদমাধ্যম আসছে। আপনি ৮টায় পৌঁছোচ্ছেন, এক মিনিটের মধ্যে সংবাদমাধ্যমও পৌঁছে যাচ্ছে।’’ এই উত্তর দেখে যে কেউ মনে করবেন এখনই শাহজাহানকে খলনায়ক বলে সাব্যস্ত করতে রাজি নয় তাঁর দল। যেমন দীর্ঘকাল ধরে তিহার জেলের বন্দী নেতাকে এখনও নয়নের মণি করে রাখতে চাইছেন খোদ মুখ্যমন্ত্রী।
এর আগে গত ১১ জানুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শাহজাহানকাণ্ড নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি। অল্প কথায় তিনি বলেন, ‘‘তদন্ত চলছে। কোনও মন্তব্য করব না।’’ অন্য দিকে, ফিরহাদ বলে দেন, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর যে আক্রমণ হয়েছে তা অন্যায়। তিনি বলেন, ‘‘আমি গণমাধ্যমে দেখেছি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। যেটা করেছে নিশ্চিত করে বলছি, অন্যায় করেছে।’’