নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): সুস্থ মনের জন্য শরীরের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যিক। সোমবার পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের সপ্তম সংস্করণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, একটি মোবাইলের কাজ করার জন্য যেমন চার্জিং প্রয়োজন, তেমনই শরীরকে রিচার্জ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শরীরকে সুস্থ রাখা সুস্থ মনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সঠিক ঘুমও খুব জরুরি।”
সোমবার নতুন দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যত বেশি অনুশীলন করবেন, তত বেশি আত্মবিশ্বাসী হবেন। জল যতই গভীর হোক না কেন, যে সাঁতার জানে সে পাড়ি দেবেই। একইভাবে প্রশ্নপত্র যত কঠিনই হোক না কেন, ভালোভাবে অনুশীলন করলে ভালো পারফর্ম হবেই।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের মধ্যে থেকে পরীক্ষার ভয় কাটাতে বলেছেন, “আপনার চারপাশে কে কি করছে সেদিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন। আপনারা নিজের দিকে মনোনিবেশ করুন। আপনি কী, আপনি কী করেন এবং আপনি যা অনুশীলন করেন, তা আপনার ভবিষ্যত নির্ধারণ করবে।” শিক্ষক ও শিক্ষিকাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, “যখন কোনও শিক্ষকের মনে চিন্তা আসে তাঁরা কীভাবে শিক্ষার্থীর মানসিক চাপ দূর করবেন? তাহলে প্রথম দিন থেকে পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীর সঙ্গে আপনার সম্পর্ক বাড়াতে হবে, তাহলে হয়তো পরীক্ষার সময় কোনও চাপ থাকবে না। শিক্ষকরা যেদিন পাঠ্যক্রমের বাইরে গিয়ে ছাত্রদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, তখন শিক্ষার্থীরা নিজেদের ছোটখাটো সমস্যা নিয়েও নিজেদের চিন্তাভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবে।”

