দুর্গাপুর, জানুয়ারি (হি. স.) পাচারের ব্রাউন সুগার সহ দুই পাচারকারী ধরা পড়ল পুলিশের জালে। উদ্ধার হল প্রায় ৪৫ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ তাদের গাড়িটি আটক করেছে। রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে, ১৯ জাতীয় সড়কের ওপর দুর্গাপুর কোকওভেন থানার ডিভিসি মোড়ে। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহম্মদ সাকিল(৪০) ও কৃষ্ণেন্দু দাস(৪২)। ধৃতরা আসানসোলের দক্ষিণ থানা ও হিরাপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৪৫ গ্রাম বিভিন্ন প্যাকেটে ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ঘটনায় জানা গেছে, ধৃত দু’জনই ব্রাউন সুগার পাচারকারী। ছোটো ছোটো প্যাকেট করে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে গ্রাহকদের ব্রাউন সুগার পৌঁছে দেয়। রবিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ডিভিসি মোড়ে হানা দেয়। তখন তাদের লাল রঙ্গের চারচাকা গাড়ি আটক করে তল্লাশি শুরু করে। তল্লাশিতে উদ্ধার হয় ব্রাউন সুগার। পুলিশ দুজনকে গ্রেফতার করে। সোমবার তাদের আদালতে তোলা হয়।

