সবার সমস্যার সমাধানই সরকারের অগ্রাধিকার: যোগী

গোরক্ষপুর, ২৮ জানুয়ারি (হি.স.) : সবার সমস্যার সমাধানই সরকারের অগ্রাধিকার, এই মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার সকালে তিনি গোরক্ষনাথ মন্দিরে ২৫০জন মানুষের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। প্রচণ্ড ঠাণ্ডা সত্ত্বেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন গোরক্ষনাথ মন্দিরে মানুষের সমস্যার কথা শুনতে উপস্থিত হন।

সকলের সমস্যা সমাধানই সরকারের অগ্রাধিকার, এই কথা বলে তিনি গোরক্ষপুরবাসীদের আশ্বস্ত করেন। তিনি জানান, কারও প্রতি অন্যায় করা হবে না। যোগী জনগণের আবেদনপত্র তাঁর আধিকারিকদের তুলে দেন এবং সময়মত সকলের সমস্যার নিষ্পত্তি হবে এই কথা নিশ্চিত করে জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার সন্ধ্যায় গোরক্ষপুরে পৌঁছন। রবিবার সকালে গোরক্ষনাথ মন্দিরের মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবনে আয়োজিত জনতা দর্শনে হাজির হওয়া সমস্ত মানুষের সঙ্গে তিনি এক এক করে দেখা করেন। তাদের কথা মনোযোগ সহকারে শুনে তিনি তাদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করেন। তিনি সকলকে আন্তরিকতার সঙ্গে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বলেন, কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকের সমস্যার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও রাজস্ব সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে কোনওরকম দেরি না করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী যোগী। তিনি জমি দখলের অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখেন এবং দালাল জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। চিকিৎসার সাহায্যের জন্য আসা মানুষদেরকেও তিনি আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *