নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): মাতা জাগরণের সময় মঞ্চ ভেঙে বিপত্তি দিল্লির কালকাজি মন্দিরে। শনিবার মধ্যরাতে কালকাজি মন্দিরের মহন্ত পরিসরে মাতা জাগরণের সময় কাঠ ও লোহার ফ্রেম দিয়ে তৈরি মঞ্চ ভেঙে পড়ে। এর ফলে মৃত্যু হয়েছে এক মহিলার ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে। প্রায় ১৫০০-১৬০০ মানুষের সমাগম হয়েছিল। ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অবস্থা স্থিতিশীল, কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। এই বিষয়ে আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৩৭/৩০৪এ/১৮৮ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।