শিলিগুড়ি, ২৮ জানুয়ারি (হি. স.) : ‘দেশকে রাস্তা দেখাবে বাংলা।’ রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে সংক্ষিপ্ত জনসভা থেকে এমনটাই বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।
এদিন তিনি বলেন, ‘বাংলায় যে ভালোবাসা পেলাম, তা আর কোথাও পাইনি।’ একইসঙ্গে দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। বলেন, ‘দেশে ধীরে ধীরে হিংসা ছড়ানো হচ্ছে। মোদী সরকার বিদ্বেষের রাজনীতি করছে।’ যুব সমাজের হয়েও মন্তব্য করতে শোনা যায় রাহুলকে। তাঁর কথায়, ‘যুব সমাজ কাজ চায়। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। দালালি করলে সম্মান মিলছে। কাজ করলে মিলছে অবহেলা। সে কারণে দেশের যুব সমাজের মধ্যে ক্ষোভ জমছে।’