মুম্বই, ২৮ জানুয়ারি (হি.স.) : পুণে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি সোনা উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ দুজন ব্যক্তিকে। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)পুণে বিমানবন্দর থেকে ছয় কেজি ৯১২ গ্রাম সোনা নিয়ে দুবাই থেকে আসা এক মহিলা সহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে। আটক সোনার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। ডিআরআই আধিকারিকরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন। ডিআরআই সূত্রে রবিবার এই তথ্য জানানো হয়েছে।
ডিআরআই জানিয়েছে, দুবাই থেকে সোনা পাচারের গোপন তথ্য পাওয়ার পরই বিমানবন্দরের যাত্রীদের ওপর নজর রাখছিল ডিআরআই আধিকারিকরা। দুবাই থেকে আসা এক মহিলা এবং দুজন যাত্রীকে পুণে বিমানবন্দরে সন্দেহজনক অবস্থায় দেখা গিয়েছিল এবং তারা দ্রুত বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দুই যাত্রীকে সন্দেহ হওয়ায় ডিআরআই দল তাদের দুজনকেই থামিয়ে তল্লাশি চালায়। দুজনের বেল্ট ও পকেট থেকে ছয় কেজি ৯১২ গ্রাম সোনার পাওডার পাওয়া যায়। এরপর ডিআরআই দল দুজনকেই গ্রেফতার করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

