২৮ জানুয়ারি সুপ্রিমকোর্টের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : ২৮ জানুয়ারি সুপ্রিমকোর্টের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ২৮ জানুয়ারি দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শীর্ষ আদালতের হীরক জয়ন্তী পালন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

সরকারি এক মুখপাত্র শনিবার জানিয়েছেন, ৭৫-তম বর্ষ পালনের সময় শীর্ষ আদালতের নাগরিক কেন্দ্রিক তথ্য ও প্রযুক্তি উদ্যোগের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগের মধ্যে রয়েছে, ডিজিটাল সুপ্রিম কোর্ট রিপোর্ট (ডিজি-এসসিআর) সহ ডিজিটাল কোর্ট ২.০ এবং সুপ্রিম কোর্টের নতুন ওয়েবসাইট চালু করা। এসম্পর্কে সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ডিজি-এসসিআর দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে এবং ইলেকট্রনিক উপায়ে সুপ্রিম কোর্টের রায়গুলি উপলব্ধ করবে৷
ডিজি-এসসিআর-এর প্রধান বৈশিষ্ট্য হল যে ১৯৫০ সাল থেকে ৩৬,৩০৮টি মামলাকে কভার করেছে এইরকম সুপ্রিম কোর্টের প্রায় ৫১৯টি ভলিউম রিপোর্টগুলি ডিজিটাল ফর্ম্যাটে বুকমার্ক করা। রবিবার সুপ্রিম কোর্টের নতুন ওয়েবসাইটও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সরকারী মুখপাত্র আরও জানিয়েছেন, নতুন ওয়েবসাইটটি ইংরেজি এবং হিন্দিতে দ্বিভাষিক ভাবে উপলব্ধ থাকবে। ওয়েবসাইটি নতুনভাবে ডিজাইন করা হয়েছে।