ধর্মনগর, ২৭ জানুয়ারি: ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের লাভারথীদের নিয়ে যে রাষ্ট্রপতির সাথে এক অনুষ্ঠান সম্পন্ন হয় তাতে সারা দেশ জুড়ে ২৫০ জন উজ্জলা লাভার্থী থেকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাছাড়া ৭৫ তম প্রজাতন্ত্র দিবস দেখার সুযোগ মিলে তাদের।
তার মধ্যে থেকে ত্রিপুরা রাজ্যের পাঁজন লাভার্থী এই সুযোগ পায়। উত্তর জেলার ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির দুইজন উজ্জলা যোজনা প্রকল্পের লাভার্থী এই সুযোগের আওতায় আসে। একজনের নাম রুপালি সিনহা বাড়ি রাগনা অপরজন শিলা দেব বাড়ি দক্ষিণ হুরুয়া। তাদেরকে বিমানযোগে দিল্লিতে পরিবারসহ যাওয়ার সুযোগ এবং ফিরে আসার বিমানও গাড়ির সমস্ত প্রয়োজনীয় খরচ বহন করে কেন্দ্রীয় সরকার।
এমনকি দিল্লিতে থাকার সুবন্দোবস্ত তাদের জন্য করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। শনিবার লাভার্থীরা ধর্মনগর পরিবারসহ ঘুরে আসলে ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির কর্ণধার নিরঞ্জিত সিনহা তাদেরকে অভিবাদন জানান এবং সম্মান সহকারে বরণ করে নেন। এতে উত্তর জেলার লাভার্থীদের মধ্যে একটি খুশির জোয়ার আসে।

