আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে এফআইআর

আগরতলা, ২৭ জানুয়ারি: আমতলী মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে এনসিসি থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানাবিধ অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অভয়নগরে প্রসূন কান্তি ত্রিপুরার ছেলে ও মেয়েকে গণপিটুনির অভিযোগ উঠেছিল। আহত অবস্থায় দু’জনকেই নিয়ে যাওয়া হয়েছিল জিবিপি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার খবর পেয়ে আমতলির এসডিপিও প্রসুন কান্তি ত্রিপুরা জিবিপি হাসপাতালে ছুটে গিয়েছেন। ওই ঘটনায় কৌশিক দেবনাথ নামে  জনৈক ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। পেশায় তিনি আয়ুর্বেদিক চিকিৎসক।

গতকাল কৌশিক দেবনাথের পরিবারের পক্ষ থেকে প্রসূন কান্তি ত্রিপুরার বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। কৌশিকের বাবার অভিযোগ, ওই রাতে তাকে বিনা কারণে বেধড়ক মারধর করা হয়েছিল।