মিঠুনের পদ্মভূষণ ‘বেইমানি-কুৎসার পারিশ্রমিক’, মন্তব্য কুণালের

কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): মিঠুন চক্রবর্তীর এই পদ্ম পুরস্কার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল। নাম না করে দলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।

কুণাল লিখেছেন, ‘অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়। তাহলে ২০১৪-এর পর যে কোনও সময় পেতেন। এখন এটা তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে, কৃতজ্ঞতার মোড়ক খুলে, ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার।’

প্রসঙ্গত, এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানো নিয়েও জলঘোলা হয়েছিল। সে সময় অবশ্য বিজেপি সরব হয়। তাদের বক্তব্য ছিল, রাজনীতি করেই মিঠুন চক্রবর্তীর মতো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *