সৌজন্য বিনিময়, প্রজাতন্ত্র দিবসে মিষ্টি বিনিময় ভারত ও বাংলাদেশের

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): ভারতের প্রজাতন্ত্র দিবসে সৌজন্য বিনিময় করল বাংলাদেশ। শুক্রবার ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রতিবেশী দেশের সেনা জওয়ানদের সঙ্গে মিষ্টি বিতরণ করল সীমান্ত রক্ষী বাহিনী। এদিন ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে মিষ্টি বিতরণ করে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিন ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মিষ্টি বিতরণ করেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জওয়ানরা। ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিজিবি-র জওয়ানরা। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনুরাগ গর্গ বলেছেন, “ভারত ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। তাই আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিষ্টি বিনিময় করেছি। আমরা সবসময় একে অপরের জাতীয় দিবসগুলি উদযাপন করি, যাতে আরও ভাল সমন্বয় থাকে।”