এক দিনের ক্রিকেটে বর্ষসেরা বিরাট

দুবাই, ২৫ জানুয়ারি(হি.স.):আইসিসি-র বিচারে গত বছরের সেরা এক দিনের ক্রিকেটারের সম্মান পেলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার আইসিসি এই ঘোষণা করেছে। চতুর্থ বারের জন্য এই সম্মান পেলেন কোহলি।

বিশ্বকাপে কোহলি ১১টি ইনিংসে ৯টি অর্ধশতরান করেছেন। মোট ৭৬৫ রান করেছেন বিশ্বকাপে। প্রতিযোগিতার ইতিহাসে এত বেশি রান আগে কেউ করেননি। ২০০৩ সালে সচিন তেন্ডুলকরের নজিরকেও ছাপিয়ে গেছেন তিনি। ৯৫.৬২ গড় এবং ৯০.৩১ স্ট্রাইক রেটে রান করেছেন কোহলি। তিনটি শতরান রয়েছে তাঁর।

গত বছরে এক দিনের ক্রিকেটে ২৪ ইনিংসে মোট ১৩৭৭ রান করেছেন কোহলি। গড় ৭২.৪৭। ছ’টি শতরান এবং আটটি অর্ধশতরান রয়েছে। তার এই সাফল্যই আইসিসি তাকে এই পুরস্কার দিল।