সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জানানো হবে, শুভেন্দুর চিঠি প্রসঙ্গে রাজ্যপাল

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মতিথিতে যৌথ সংগ্রামী মঞ্চের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমত হুশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। একইসঙ্গে তিনি যৌথ মঞ্চের আন্দোলনকারীদের হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তাদের দুরবস্থার কথা জানিয়ে চিঠি লিখেছেন। সেই চিঠি রাজ্যপালের কাছে এসেছে। সেই প্রসঙ্গে রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, ”রাজ্যপালকে যদি কোনো চিঠি লেখা হয় মানুষের প্রতিনিধি হয়ে, এই রাজ্যপাল এর তার অগ্রাধিকার দেবে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে সঠিক সময়ে। রাজ্যপাল হস্তক্ষেপ করে না যে কোনো বিষয়ে দেখরেক করে। প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *