শুভ জন্মদিনে বস্তি থেকে উঠে আসা ঝাড়ুদার স্ট্রাইকারকে স্মরণ

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): উরুগুয়ের লুইস সুয়ারেজ। বিশ্ব ফুটবলে একজন পরিচিত নাম। একজন ঝাড়ুদার থেকে বিশ্বখ্যাত ফুটবলার। তার পুরো নাম লুইস আলবার্তো সুয়ারেজ ডিয়াজ। আজ তার শুভ জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ জানুয়ারি এই কৃতি ল্যাটিন ফুটবলার জন্মগ্রহণ করেন। সাত সন্তান নিয়ে কুলির কাজ করে বাবা রোডলফ ওভাবের সংসার চালাতেন। সংসারে সুয়ারেজ অভাবকে সঙ্গী করে বড় হয়েছেন। মা সান্দ্রো অন্যের বাড়িতে কাজ করে কিছু রোজগার করতেন।

দুবেলা ঠিক মত খেতে না পারা এই উরুগুইয়ান স্ট্রাইকারের বাৎসরিক আয় বর্তমানে ২৫ মিলিয়ন ইউরো ছাড়িয়ে! ২০০৫ সালে ১৮ বছরের তরুণ সুয়ারেজের অভিষেক হয় পেশাদার ফুটবলে। কোপা লিবার্তাদোরেসে জুনিয়র ডি বার্নাকুইলার বিপক্ষে খেলা সেই ম্যাচের পর আরও ২৬ ম্যাচ খেলেন সুয়ারেজ। করেন ১০ গোল।

সেই মরসুমে ডিফেন্সরের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেন সুয়ারেজ। সেই ম্যাচে উপস্থিত ছিলেন ডাচ ফুটবল ক্লাব গ্রনেঙ্গনের এক স্কাউট। তিনি সুয়ারেজের করা গোলটি দেখে অভিভূত হয়ে

গ্রনেঙ্গন তাকে ইউরোপ নিয়ে আসেন।নেদারল্যান্ডে সুয়ারেজের পারফরম্যান্স বিখ্যাত ডাচ ক্লাব ‘আয়াক্স’ এর নজর কাড়ে। সাড়ে সাত মিলিয়ন ইউরোর বিনিময়ে সুয়ারেজকে দলে টানে ডাচ ক্লাবটি। এ যেন রূপকথাকেও হার মানায়। এরপর লুইস সুয়ারেজের এগিয়ে যাওয়ার গল্প। আয়াক্সের হয়ে পাঁচ মরসুমে ১১০ ম্যাচ খেলে গোল করেন ৮১টি। ২০০৮-০৯ মরসুমে তার হাতে ওঠে আয়াক্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ও পেয়ে যান অধিনায়কের আর্মব্যান্ডটাও। এরপর ইংলিশ ক্লাব লিভারপুলে চার মরসুম কাটিয়ে ২০১৪ সালে যোগ দেন বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায়। এখানে এসে মেসি ও নেইমারের সঙ্গে গড়ে তোলেন বিশ্বের অন্যতম ভয়ংকর আক্রমণত্রয়ী ‘এমএসএন’।

কাতালান ক্লাবটির হয়ে ১০০ ম্যাচ খেলে করেছেন ৮৭ গোল। ক্লাবের হয়ে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল’রে মতো আরও অনেক শিরোপা। জাতীয় দলের জার্সিতে ও উজ্জ্বল সুয়ারেজ। ৯৩ ম্যাচ খেলে ৪৭ গোল করে হয়েছেন দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০১১ সালে দলকে জেতান কোপা আমেরিকার শিরোপা। বিশ্ব ফুটবলের অগণিত মানুষের এই নায়কের পথ এখন এসে মিলেছে সতীর্থ লিওনেল মেসির কাছে অর্থাৎ ইন্টার মায়ামিতে।