“আমাদের মত উন্নয়ন আর কেউ করেনি”, দাবি মমতার

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : “আমাদের মত উন্নয়ন আর কেউ করেনি”। বুধবার এই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের ফিরিস্তিও দেন। সেই সঙ্গে পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন তিনি।

এদিন তিনটি ইন্ডাস্ট্রিয়াল করিডরের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ডানকুনি থেকে রঘুনাথপুর ভায়া বর্ধমান বাঁকুড়া পর্যন্ত একটি করিডর হবে। অপরটি হবে ডানকুনি থেকে কল্যাণী। তৃতীয়টি হবে ডানকুনি থেকে হলদিয়া।’ উত্তরবঙ্গেও ইন্ডাস্ট্রিয়াল করিডোর করা হবে বলে জানান তিনি। এর ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানা যাচ্ছে।

এছাড়াও এদিনের মঞ্চ থেকেই বেশ কিছু উপভোক্তার হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে আছে রাস্তাশ্রী প্রকল্পের আওতায় জেলাজুড়ে ৩৯০টি রাস্তা, রায়না-দামিন্যা ভায়া গোতানের রাস্তা দৃঢ়করণ, কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল, একাধিক জায়গায় নলবাহী পানীয় জল প্রকল্প, পূর্ব বর্ধমান জেলার নবনির্মিত প্রশাসনিক ভবন, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনির্মিত অক্সিজেন মেনিফোল্ড বিল্ডিং, এক কোটি টাকা ব্যয়ে ইউরোলজি মেশিন স্থাপন ও কচুরিপানা থেকে হস্তশিল্প সামগ্রী প্রস্তুত করার জন্য ৪৭ লক্ষ বরাদ্দের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *