শাহজাহানকে পাঁচ দিনের মধ্যে হাজিরার লিখিত নির্দেশ ইডি-র

উত্তর ২৪ পরগণা, ২৪ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালি-কাণ্ডে শেখ শাহজাহানকে আগামী পাঁচ দিনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। তার বাড়িতে নোটিস সেঁটে দিল ইডি।

বুধবার তালা ভেঙে তাঁর বাড়িতে ঢোকে ইডি। ভাঙা হয় আলমারিও। ভিতরে চিরুনিতল্লাশি চালানো হয়। তার পর দুপুরে ইডি আধিকারিকেরা ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বাড়ির দরজায় সেঁটে দেওয়া হয়েছে নোটিস।

সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৫ জানুয়ারি রেশন ‘দুর্নীতি’কাণ্ডে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সে দিন ইডি আধিকারিকেরা নেতার বাড়িতে ঢুকতেই পারেননি। উল্টে বাড়ির বাইরে তাঁরা আক্রান্ত হন। নেতার অনুগামীরা ইডি আধিকারিকদের উপরে চড়াও হন এবং তিন জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তার ১৮ দিন পরে বুধবার আবার সন্দেশখালি অভিযানে গিয়েছিল ইডি।