বাম আমলে কট্টর সিপিএমের সমর্থক হলে তবেই সরকারি সুযোগ সুবিধা পাওয়া যেত : প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৪ জানুয়ারি : বাম আমলে কট্টর সিপিএমের সমর্থক হলে তবেই সরকারি সুযোগ সুবিধা পাওয়া যেত। ওই জমানায় সাধারণ মানুষকে সিপিএমের পার্টি অফিসে গিয়ে সুবিধা লাভ করতে হতো। কিন্তু এখন নরেন্দ্র মোদী জনগণের বাড়ি বাড়ি সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছেন। আজ নলছড়ের কুমারীয়াকুচায় আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রা সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই গ্যারান্টি। বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্য হচ্ছে, প্রধানমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্প, উজ্জলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুদ্রা লোন, কৃষক সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে আরও সচেতনতা বাড়ানো এবং প্রান্তিক অংশের মানুষের এই সুবিধাগুলো পৌঁছে দেওয়া। ভ্রাম্যমাণ আ ই সি ভ্যান তথা মোদী গ্যারান্টির গাড়ি মানুষের সুযোগ সুবিধা পৌঁছে দিতে গ্রামে গ্রামে যাচ্ছে ।

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংকল্প রয়েছে আগামী ২০৩০ সালের মধ্যে দেশ অর্থনৈতিক দিক থেকে তৃতীয় স্থানে থাকবে। কিন্তু গর্বের বিষয় এই যে এখনই দেশ অর্থনৈতিক দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। গত ৯ বছরের দেশ অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে।

তাঁর কটাক্ষ, বাম আমলে সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা প্রধান ও উপপ্রধানের কাছে বলতে পারেননি। নিজেদের সমস্যার কথা তাঁদের কাছে তুলে ধরা কল্পনার বিষয় ছিল। কিন্ত আজ গর্বের বিষয় এই যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রান্তিক মানুষ থেকে শুরু করে ত্রিপুরাবাসীর সাথে কথা বলছেন। তাছাড়া, আগেরকার দিনে পঞ্চায়েত প্রধানের সাথে আবাস যোজনার জন্য কথা বলার স্বাধীন ছিল না। যাদের দরকার ছিল তাঁদের সুযোগ সুবিধা দেওয়া হত না। তখন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরাই সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *