“শিশুর অদম্য চেতনা এবং কৃতিত্বকে অভিনন্দন জানাই”, মন্তব্য মোদীর

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): জাতীয় কন্যা শিশু দিবসে কন্যা শিশুর অদম্য চেতনা এবং কৃতিত্বকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “জাতীয় কন্যা শিশু দিবসে, আমরা কন্যা শিশুর অদম্য চেতনা এবং কৃতিত্বকে অভিনন্দন জানাই। আমরা সকল ক্ষেত্রে প্রতিটি মেয়ে শিশুর সমৃদ্ধ সম্ভাবনাকে স্বীকৃতি দিই। তারাই পরিবর্তনকারী যারা আমাদের জাতি ও সমাজকে উন্নত করে। গত এক দশক ধরে, আমাদের সরকার এমন একটি জাতি গঠনের জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেখানে প্রতিটি মেয়ে শিশুর শেখার, বেড়ে ওঠার এবং উন্নতি করার সুযোগ রয়েছে।