আগরতলা, ২৪ জানুয়ারি: রক্তদান মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সেবা। আজ অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগ আয়োজিত রক্তদান শিবিরে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
প্রসঙ্গত, অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে
৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। আজ তার সমাপ্তি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির অংশগ্রহণ করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন অনুষ্ঠানে মেয়র বলেন, একজন মানুষ হিসাবে অন্যদের জীবন বাঁচাতে আমাদের অবশ্যই রক্তদান করতে হবে। রক্তদানের মাধ্যমে আমরা বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য করতে পারি এবং তাদের মূল্যবান জীবন বাঁচাতে পারি।
পাশাপাশি এদিন তিনি ছাত্র-ছাত্রীদের এরকম উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন।