বিলোনিয়ায় অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে বিদ্যাপীঠকে হারিয়ে আমজাদনগর সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে স্কুল ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো বুধবার। এদিন উত্তর বিলোনিয়া স্কুল মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পিএম শ্রী আমজাদ নগর উচ্চ  বিদ্যালয় বনাম বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এদিনের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের পুরপিতা নিখিল চন্দ্র গোপ, ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পুতুল পাল বিশ্বাস, টি সিএ অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির সদস্য তপন লোধ এবং বাসুদেব চক্রবর্তী, বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ রাজ্য ক্রিকেটে এসোসিয়েশনের অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন বর্তমানে রাজ্যে যুবকদের মধ্যে নেশার প্রবণতা বাড়ছে, তাই তিনি খেলোয়াড়দের প্রতি আবেদন রাখেন এখন থেকে যাতে তারা নেশার বিরুদ্ধে প্রতিবাদ করে এবং লড়াই করে। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক পার্থ চৌধুরী জানান একপক্ষ কাল ধরে চলেছে এই খেলা।গত ১০ই জানুয়ারি থেকে  ২৪ শে জানুয়ারি মোট ১৪ দিন ব্যাপী এই খেলায় ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মহকুমার বিভিন্ন ক্রিকেট ময়দানে। মোট নয়টি দল এই খেলায় অংশ নেয়। ফাইনাল খেলায়  মুখোমুখি হয় বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল বনাম আমজাদ নগর উচ্চ বিদ্যালয়। খেলার নির্ধারিত ৪৫ ওভারে  ব্যাট করতে নেমে ৩৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। জয়ের জন্য ১০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে  মাত্র ৩১.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১০০ রান করে জয়ের খেতাব অর্জন করেন পিএম শ্রী আমজাদ নগর উচ্চ বিদ্যালয়। খেলায় সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন আমজাদ নগরের সাজ্জাদ হোসেন হৃদয়,সেরা বোলার বড়পাথরী স্কুলের প্রীতম সূত্রধর এবং ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আমজাদ নগরের আকাশ মিয়া, রানার্স  বিদ্যাপীঠ স্কুল এবং চ্যাম্পিয়ন আমজাদ নগর স্কুলের প্লেয়ারদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *