পরাক্রম দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ পরাক্রম দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসুকে তাঁর জন্ম দিবসে শতকোটি প্রণাম ।
শাহ লেখেন, নেতাজি তাঁর আশ্চর্যজনক নেতৃত্বের শক্তি দিয়ে ‘আজাদ হিন্দ ফৌজ’ প্রতিষ্ঠা করে ভারতের স্বাধীনতা সংগ্রামকে একটি নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। তাঁর জীবনের একমাত্র লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা, যার জন্য তিনি সর্বস্ব উৎসর্গ করেছিলেন। নেতাজির জীবন, তাঁর দেশপ্রেম ও সাহসিকতা দেশের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একটি কৃতজ্ঞ জাতি তাঁর ত্যাগ ও সাহসিকতার কাছে চির ঋণী থাকবে।