রাজ্যস্তরীয় স্কুল এলামনির ক্রিকেটে চ্যাম্পিয়ন প্রগতি, রানার্স বোধজং

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। রাজ্যস্তরীয় স্কুল এলামনির ক্রিকেটে প্রগতি বিদ্যাভবন এলামনি চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে বোধজং স্কুল এলামনি। আজ, মঙ্গলবার ভোলাগিরি মাঠে বেলা আড়াইটায় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে প্রগতি বিদ্যাভবন এলামনি ৭ উইকেটের ব্যবধানে বোধজং স্কুল এলামনিকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। এর আগে সকালে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বোধজং স্কুল এলামনি ৯ উইকেটের ব্যবধানে ভবনস্ ত্রিপুরা এলামণিকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছিল। দ্বিতীয় সেমিফাইনালে প্রগতি বিদ্যাভবন এলামনি ২১ রানের ব্যবধানে শিশু বিহার এলামনিকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল। ‌ ক্রিকেট ফাইনালের আগে ওই মাঠেই আয়োজিত আন্ত: স্কুল এলামনি অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহিলাদের ১০০ মিটার দৌড়ে সেন্ট পলস্ স্কুল এলামনির সামারি মলশুম চ্যাম্পিয়ন, ভবনস্ ত্রিপুরা এলামনির প্রিয়াঙ্কা দত্ত রানার্স এবং পুরুষ বিভাগে সেন্ট পলস্ স্কুল এলামনির সেলেব মলশুম চ্যাম্পিয়ন ও নয়ন বাহাদুর মলশুম রানার্স হয়েছেন। ৪x১০০ মিটার রিলে দৌড়ে মহিলা ও পুরুষ উভয় বিভাগের সেন্ট পলস্ স্কুল এলামনি দল চ্যাম্পিয়ন হয়েছে। মহিলা বিভাগে শিশুবিহার এবং পুরুষ বিভাগে ভবনস ত্রিপুরা এলামনি রানার্স খেতাব পেয়েছে। টাগ-অফ-ওয়ার এ মহিলা ও পুরুষ উভয় বিভাগে সেন্ট পলস্ স্কুল এলামনি চ্যাম্পিয়ান এবং ভবনস্ ত্রিপুরা এলামনি দল রানার্স শিরোপা পেয়েছে। উল্লেখ্য, ২১ জানুয়ারি থেকে স্থানীয় ভোলাগিরি মাঠে রাজ্য ভিত্তিক আন্ত: স্কুল এলামনি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে মোট ১৩ টি স্কুল এলামনি এতে অংশ নিয়েছিল। গত ১২ জানুয়ারি থেকে খেলো এলামনি ১.০ এর অঙ্গ হিসেবে যথাক্রমে লুডো, ব্যাডমিন্টন, ক্যারম, দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। লুডো-তে শিশুবিহার এলামনি-এ দল চ্যাম্পিয়ন এবং ভবনস্ ত্রিপুরা এলামনি-বি দল রানার্স, ক্যারাম সিঙ্গেলসে উমাকান্ত একাডেমী এলামনির অনির্বাণ দাস চ্যাম্পিয়ন এবং অভিজিৎ বর্মন রানার্স, দাবায় সেন্ট পলস্ স্কুল এলামনির সুপ্রিয় দাস চ্যাম্পিয়ন, শিশুবিহার স্কুল এলামনির স্কাই দেবনাথ রানার্স, ব্যাডমিন্টনে মহিলা বিভাগে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এলামনি চ্যাম্পিয়ন, ভবনস ত্রিপুরা এলামনি রানার্স, পুরুষ বিভাগের সেন্ট পলস্ স্কুল এলামনি চ্যাম্পিয়ন, আমবাসার চান্দ্রাইপাড়া স্কুল এলামনি রানার্স শিরোপা পেয়েছে। বলা বাহুল্য আগামী ২৭ জানুয়ারি এক সম্মিলিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। ওইদিন সমস্ত স্কুল এলামনির সদস্য- সদস্যাদের বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। পক্ষকাল ব্যাপী আয়োজিত খেলো এলামনি ১.০-এর সবকটি ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক বোধজং স্কুল এলমনির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *