মুম্বই, ২৩ জানুয়ারি (হি.স.) : শুটিং করতে গিয়েই হাঁটুতে ও কনুইয়ে চোট পেয়েছিলেন বলিউড অভিনেতা সইফ আলি খান। অসহ্য যন্ত্রণা শুরু হতেই তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান তিনি। মঙ্গলবার বাড়ি ফেরেন অভিনেতা।
‘দেবারা’ ছবির শুটিং চলাকালীন চোট পেয়েছিলেন সইফ আলি খান। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয় অভিনেতার। এরপর এদিন বাড়ি ফেরেন তিনি।