জোরাবত, ২৩ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা জানিয়ে রাহুল গান্ধী বলেছেন, বহুত্ববাদ ও সহনশীলতাই ভারতীয় মূল্যবোধের একটি প্রধান উদাহরণ। ভারত জড়ো ন্যায় যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। সোমবার জোরাবতে এই ন্যায় যাত্রা থামে। রাহুল গান্ধী মঙ্গলবার ক্যাম্পসাইটে নেতাজির ছবিতে মালা দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সামাজিক মাধ্যমে এক্স-এ পোস্ট করে রাহুল মঙ্গলবার লিখেছেন, “নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাঁর ১২৭তম জন্মবার্ষিকীতে আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর তৈরি নেহেরু, আজাদ, সুভাষ এবং ঝাঁসি রেজিমেন্ট ভারতের স্বাধীনতা সংগ্রামে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছিল। নেতাজি বহুত্ববাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার, সহনশীলতা এবং লিঙ্গ অন্তর্ভুক্তিতে ভারতীয় মূল্যবোধের একটি প্রধান উদাহরণ ছিলেন। জয় হিন্দ!
2024-01-23