আগরতলা, ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন। কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি। আজ দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে আয়োজিত কার্য্যক্রমে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা।

এদিন সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তিনি। অনুষ্ঠান শুরু হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা।
আগরতলা শহরে হয়েছে বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় কচিকাঁচাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদিনের শোভাযাত্রায় মাধ্যমে বিভিন্ন থিম তুলে ধরা হয়েছে। এদিনের শোভাযাত্রায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার শোভার স্হান পেয়েছে। তাছাড়া, শোভাযাত্রায় সচেতনামূলক থিম ও তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, নেতাজীর দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।

