মিলান, ২৩ জানুয়ারি (হি.স.): চলে গেলেন ইতালির জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা জিজি রিভা। হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (২২ জানুয়ারি) ৭৯ বছর বয়সে মারা যান রিভা।
রিভা বজ্রের হুংকার’ নামে পরিচিত ছিলেন। ইতালির হয়ে ৪২ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কেউ তার এই গোলকে ছাড়িয়ে যেতে পারেননি। ১৯৬৫ সালে ইতালির জাতিয় দলে অভিষেক হয় জিজি রিভার। তখন তিনি খেলতেন ইতালিয়ান ক্লাব ক্যাগলিয়ারির হয়ে।
১৯৬৮ সালে ইতালিকে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন। ১৯৭০-এর বিশ্বকাপ ফাইনালেও খেলেছেন ইতালির এই কিংবদন্তি ফুটবলার। যদিও ১৯৭০-এর ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল ইতালি। ফলে বিশ্বকাপ জেতা তার অধরাই রয়ে গেছে।