– হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ‘আমার ঘনিষ্ঠ’, পশ্চিমবঙ্গে আসন বাটোয়ারা নিয়ে অধীরের মন্তব্যে কিছু যায় আসে না
গুয়াহাটি, ২৩ জানুয়ারি (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা ছাড়াই পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। কংগ্রেস জানে, কীভাবে নিজের একক শক্তিতে লড়াই করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়েরও মনে রাখা উচিত, কংগ্রেসের সমর্থনেই তিনি বাংলায় ক্ষমতায় এসেছিলেন, বলেছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আরও বলেন, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ‘আমার ঘনিষ্ঠ’, অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যে কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গে আসন বাটোয়ারা নিয়ে দলের প্রদেশ সভাপতি অধীরের এক বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন রাহুল গান্ধী।
পূৰ্ব নিৰ্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার মেঘালয় থেকে ফের অসমে প্রবেশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। অসমের রাজধানী গুয়াহাটিতে যাত্ৰার ফাঁকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গে আসন বাটোয়ারা সংক্রান্ত অধীর রঞ্জন চৌধুরীর এক মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেন, ‘অধীর রঞ্জন চৌধুরী আসন সমঝোতা নিয়ে যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে তৃণমূল কংগ্রেস-সুপ্রিমোর বিরুদ্ধে কোনও মন্তব্য করব না। অধীর চৌধুরী যা বলেছেন তা কোনও ব্যাপার নয়, এতে কিছু যায় আসে না।’
রাহুল বলেন, লোকসভা নির্বাচনে বাংলায় আসন বাটোয়ারা নিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে আলোচনা চলছে। তিনি জোরের সঙ্গে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব ঘনিষ্ঠ। মাঝে মাঝে আমাদের নেতারা কিছু কিছু মন্তব্য করেন। তবে কংগ্রেস তাঁর (মমতা) সহায়তা ছাড়াই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। আমরা মমতার সাহায্যে নির্বাচনে লড়ব না।’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন ‘সুবিধাবাদী’ বলে অভিহিত করেছিলেন।