BRAKING NEWS

সমাজদ্রোহীদের আক্রমণে অতিষ্ঠ সাধারণ মানুষ, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন এলাকায়

উদয়পুর, ২৩ জানুয়ারি: রাইয়াবাড়িতে পূজার নাম করে এলাকায় সন্ত্রাস করার চেষ্টা বলে সমাজদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকায়।‌

ঘটনার বিবরণে জানা যায়, গত একমাসে ছয়বার উদয়পুর কিল্লা থানাধীন রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় কিছু বহিরাগত সমাজদ্রোহীরা এলাকায় গিয়ে শান্তির পরিবেশকে অশান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এনিয়ে বহুবার এলাকাবাসীর পক্ষ থেকে ও গোমতী জেলার জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপারের সঙ্গে  বৈঠকে মিলিত হয়েছেন। কিন্তু পরিস্থিতি কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। 

গত শনিবারও উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে কিল্লা থানায় শান্তির বৈঠক হয়। কিন্ত সোমবার পূজার নাম করে এলাকার কিছু সমাজদ্রোহী এসে লোকজনদের এলাকা থেকে উঠে যাবার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ। 

এখবর পেয়ে কিল্লা থানার ওসি ঘটনাস্থলে ছুটে যায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু পুনরায় সমাজদ্রোহীরা এলাকায় এসে পুলিশের সামনে এলাকাবাসীকে আবার যখন হুমকি দিতে শুরু করে তখন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। 

পরবর্তী সময়ে পুলিশ এলাকায় ড্রোন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ শুরু করে।পরে ড্রোন ক্যামেরা নামানো হলে এলাকা ছাড়তে বাধ্য হয় সমাজদ্রোহীরা। প্রশ্ন হলো গত কয়েকদিন পর পর উদয়পুর মুসলিম পাড়া এলাকায় বহিরাগত সমাজদ্রোহীরা গিয়ে সন্ত্রাস করলেও প্রশাসন কেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তবে এলাকায় বর্তমানে নিরাপত্তা কর্মী মোতায়েনের পর শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *