আগরতলা, ২২ জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে। তবে ১৬ জানুয়ারি থেকেই প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্ছ্বাসে ভাসছে অযোধ্যা। এদিকে ভিড় জমছে তারকা অতিথিদের।এই পুজোয় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’র আচার-অনুষ্ঠান শুরু হবে ১২টা ৫ মিনিটে। সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যাবেন রামমন্দিরে।