আগরতলা, ২২ জানুয়ারি: সারা দেশের সাথে রাজ্যেও প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদের রাম আরাধনায় ব্রতী হয়েছেন।
আজ সকালে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা রাজ্যে বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা থেকে শুরু করে স্বচ্ছতীর্থ ভাবনায় মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানও করা হয়েছে।

আজ সকালে দুর্গাবাড়ি প্রভু রামচন্দ্রের আরতিতে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। পাশাপাশি অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ সকাল ১০টায়, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শ্রীশ্রী রক্ষাকালী মাতা মন্দির থেকে ছাত্র, শিক্ষক ও অভিভাবক মণ্ডলীর যৌথ উদ্যোগে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। এদিনের পদযাত্রায় অংশগ্রহণ করেছেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।
তাছাড়া, ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মেহার কালিবাড়ীতে আয়োজিত প্রভু রামচন্দ্রের আরতিতে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক।

