আগরতলা, ২২ জানুয়ারি: অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। হেলিকপ্টার করে রামমন্দিরে গিয়েছেন তিনি। তাঁর হাতেই রামলালার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। পাশাপাশি আজ সকালে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডা মোহন ভাগবত, তেলুগু চলচ্চিএ তারকা চিরঞ্জীবী সহ অনেক তারকাই।
শুধু দেশেই নয়, বিদেশেও চলছে ভজন-কীর্তন ও পূজা-ভান্ডার, কারণ আজ অযোধ্যার নতুন মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হবেন ভগবান শ্রী রাম।
ভারত-বিদেশ থেকে বহু অতিথি এসেছেন। এর মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মুকেশ-নীতা আম্বানি, গৌতম আদানি, অমিতাভ বচ্চন, রজনীকান্ত। সকাল ১০.২৫ মিনিটে অযোধ্যায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, অযোধ্যায় যাচ্ছেন না লালকৃষ্ণ আডবাণী। আরতির সময় সব অতিথিরা ঘণ্টা বাজবে। অযোধ্যায় ফুল বর্ষণ করবে সেনা হেলিকপ্টার।
প্রসঙ্গত, সোমবার সকালে মঙ্গল ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সকাল ১০টা থেকে ১৭৭টি রাজ্যের ৫০টি বাদ্যযন্ত্র বাজানো হবে। পবিত্র হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দির নির্মাণকারী কর্মীদের সঙ্গে দেখা করবেন। কুবের টিলায় গিয়ে শিবের পূজা করবেন।