চ্যাংরাবান্ধা, ২২ জানুয়ারি (হি. স.) : অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় যেমন সাজো সাজো রব তেমনি ইন্দো কোচবিহারের বাংলা সীমান্তের চ্যাংরাবান্ধাতেও এই উদ্বোধন ঘিরে উদ্দীপনা চরমে।
চ্যাংরাবান্ধা বাজারের বিভিন্ন দোকানে রাম লালার ছবি সম্বলিত টি-শার্ট, কপালে বাঁধার গৈরিক ব্যান্ড, হাতের ব্যান্ড, রামের ছবি সম্বলিত পতাকা, মঙ্গলঘট, প্রদীপ বিক্রি হয়েছে দেদার। চ্যাংরাবান্ধা বাজারের ব্যবসায়ী মিতুল সাহার কথায়, ‘বিগত দুই দিন থেকেই গৈরিক পতাকা সহ ভগবান রামের ছবি সবকিছুর বিক্রি মোটামুটি ভালোই চলছে। তবে রবিবারের বিক্রি সর্বাধিক।
এদিকে বাজারের ভিড় ছাড়াও চ্যাংরাবান্ধা রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে সোমবার সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে। চ্যাংরাবান্ধার ভিআইপি মোড়ের কাছে নির্মীয়মাণ হনুমান মন্দির চত্বরে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। তারপর সমগ্র চ্যাংরাবান্ধা জুড়ে বিশাল শোভাযাত্রা হনুমান মন্দির থেকে শুরু হয়। পরবর্তীতে সারাদিন ধর্মীয় ভজন চলবে। সন্ধ্যায় বিশেষ সংকীর্তন ও এলাকাবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

