আগামী দিনে বিশ্বের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র হবে ভারতবর্ষ : প্রতিমা ভৌমিক 

আগরতলা, ২২ জানুয়ারি: রামলালার আগমন এক অদ্ভুত অনুভূতি। আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়ে এক নতুন ভারত বর্ষ ও গৌরবশালী ও ভৈরবশালী ভারতের ভিত্তিপ্রস্তর হয়েছে।  আগামী দিনে বিশ্বের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র হবে ভারত বর্ষ। সোমবার রাজধানীর জয়নগর স্থিত বণিক পাড়া আয়োজিত রাম পূজায় গিয়ে এ কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন রাম হচ্ছে শান্তি ও পরম্পরা এবং আগামী দিনের ঐতিহ্যের প্রতীক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাম পূজার প্রসাদ বিতরণ করেন। এই দিনের আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কাউন্সিলর।