নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ জানুয়ারি: ধর্মনগরে উত্তর জেলা বিজেপি সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। শনিবার ধর্মনগরে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। উনার সাথে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা ।
উল্লেখ্য যুব মোর্চার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর সুশান্ত দেবের এই প্রথম উত্তর জেলা সফর করেছেন। নতুন যুব মোর্চার সভাপতি কে পেয়ে জেলার যুবকদের মধ্যে ছিল উন্মাদনা তুঙ্গে। বিশাল বাইক বাহিনী যুব মোর্চার সভাপতি কে ধর্মনগর রেল স্টেশন থেকে রেলি করে স্লোগান দিতে দিতে জেলা কার্যালয়ে নিয়ে আসে।
এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে সুশান্ত দেব বলেন, গত মাসের অর্থাৎ ২০২৩ এর ৩০ ডিসেম্বরের যুব মোর্চা সভাপতি হিসেবে উনাকে রাজ্য কমিটির পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর থেকে তিনি দলকে সাংগঠনিকভাবে আরো জোরদার করতে একের পর এক জেলা মহকুমা ঘুরে বেড়াচ্ছেন।
বিজেপির জেলা এবং মন্ডলের যুব কার্যকর্তাদের নিয়ে আজ অর্থাৎ শনিবার জেলা বিজেপি কার্যালয়ে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ তারিখ সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির যুব মোর্চার যে বৈঠক হতে চলেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে সম্পন্ন করবেন। এই অনুষ্ঠানকে সামনে রেখে জেলায় জেলায় যুব মোর্চার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ এবং ভাবের আদান-প্রদান চলছে বলে জানিয়েছেন তিনি।
তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই সাংগঠনিক বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।

