আগরতলা, ২০ জানুয়ারি: ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২২ জানুয়ারি অযোধ্যা উদ্বোধন হবে রাম মন্দির তথা প্রতিষ্ঠিত হবে রামলালার বিগ্রহের। দেশবাসী ওই দিনের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছে। ইতিমধ্যেই রামলালার মূর্তি মন্দিরে প্রবেশ করানো হয়েছে। আজ স্বচ্ছতা অভিযান অংশগ্রহণ করে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
উল্লেখ, আগামী ২২ জানুয়ারী অযোধ্যা ধামে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাকে সামনে রেখে আজ সকালে আগরতলা পুর নিগমের ৩৬ নং ওয়ার্ডের উদ্যোগে দক্ষিণ জয়নগর স্থিত শিব মন্দিরে, আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের উদ্যোগে বটতলা স্থিত শিব ও শনি মন্দিরে স্বচ্ছতা অভিযান অংশগ্রহণ করেছেন মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র বলেন, অপেক্ষার আর মাত্র ২ দিন। অনেক বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলেন গোটা দেশবাসি।