নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মঙ্গল প্রদীপ প্রজনন করে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন পুরপিতা রূপক সরকার।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ পুরপিতা মধুসূদন রায়, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাবিদ নিত্যানন্দ দেব, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুখেন্দু চন্দ দাস বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক ও সভাপতি যথাক্রমে পরিমল নন্দী ও প্রদীপ ধর, দলের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ প্রমুখরা।অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বলিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা বিদ্যালয়ে স্বামীজীর মর্মর মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান একে একে আলোচনা রাখতে গিয়ে সকলে স্বামীজীর জীবনাদর্শ নিয়ে বিস্তৃত আলোচনা রাখেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং বিভিন্ন শিল্পীরা সঙ্গীত নিত্য নাটক , পরিবেশন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট ৩৬ জন ছাত্রছাত্রীদের হাতে মেধা বৃত্তি তুলে দেওয়া হয়।