নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেস, সিপিএম, ডিএমকে এবং কংগ্রেস-এর পর আম আদমি পার্টিও ‘এক দেশ, এক ভোট’-এর প্রস্তাবের বিরোধিতা করল। লোকসভা ভোট ও রাজ্যগুলির বিধানসভা নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব ‘অগণতান্ত্রিক’ ও ‘সংবিধানের মূল কাঠামোর বিরোধী’ বলে মন্তব্য করেছেন আম আদমি পার্টি। এই মর্মে আম আদমি পার্টি নিজেদের মতামত উচ্চ-স্তরের কমিটির কাছে বিবেচনার জন্য পাঠিয়েছে। এএপি-র জাতীয় সেক্রেটারি পঙ্কজ গুপ্তা ‘এক দেশ, এক ভোট’-এর উচ্চ-স্তরের কমিটির সেক্রেটারিকে চিঠিও লিখেছেন।
আম আদমি পার্টির পক্ষ থেকে ওই চিঠিতে জানানো হয়েছে, “আম আদমি পার্টি ‘এক দেশ, এক ভোট’ ধারণার তীব্র বিরোধিতা করে। ‘এক দেশ, এক ভোট’ আসলে সংসদীয় গণতন্ত্রের ধারণা, সংবিধানের মৌলিক কাঠামো এবং দেশের যুক্তরাষ্ট্রীয় রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। ‘এক দেশ, এক ভোট’। আম আদমি পার্টি আরও জানিয়েছে, একযোগে ভোটের মাধ্যমে যে খরচ বাঁচাতে চাওয়া হয়েছে, তা ভারত সরকারের বার্ষিক বাজেটের মাত্র ০.১ শতাংশ।

