নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ জানুয়ারি : দেশের প্রায় সর্বত্রই ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ যাত্রার উদ্বোধন হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় । প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, পুরো পরিষদের চেয়ারম্যান চপলা দেবরায়, জেলা সভাধিপতি, সহকারি সভাধিপতি, জেলাশাসক, মহকুমা শাসক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
দুই দিনের এই মেলার উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সরকার সর্বসাধারণের হিতার্থে কাজ করে যাচ্ছে। এর অন্যতম উদাহরণ কৃষকরা। তিনি বলেন, কৃষকরা এখন চাষাবাদ করতে ভয় পান না। কারণ, তাদের ফসল বীমার আওতায় নিয়ে আসা হয়েছে। বাণিজ্যের দিকেও ত্রিপুরা অনেকটাই অগ্রগতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। উপস্থিত অন্যান্য অতিথিরা বক্তব্য রাখার পর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। দেখা গেছে, দ্বিপ্রহরে উদ্বোধন হলেও সন্ধ্যা ঘনিয়ে আসতেই মেলায় ভিড় বাড়তে শুরু করেছে।

